মাইক্রোসফট ওয়ার্ড প্রশিক্ষণের বিষয়সমূহ:

 

মাইক্রোসফ্‌ট ওয়ার্ডের অনেকগুলো ভার্সন রয়েছে যেমন: Microsoft Office 1.0, 1.3, 95, 98, 2000, 2007, 2010, 2013, 2016 এবং 2019. বর্তমান সময়ে সবচেয়ে বহুল আলোচিত এবং ব্যবহৃত Microsoft Office 2007 এবং Microsoft Office 2010 বেশী ব্যবহৃত হয়। তবে Microsoft Office 2013 এর ব্যবহারও কিন্তু কম নয়। ব্যক্তিগত বা অফিসয়াল কার্য সম্পাদনের জন্য আমরা Microsoft Office 2007, 2010 এবং 2013 এই তিনটি ভার্সন সবচেয়ে বেশী ব্যবহার করা হয়, এই তিনটি ভার্সনের যে কোন একটি ভালভাবে জানা থাকালে, আপনি যে কোন ভার্সন নিয়েই সুষ্ঠুভাবে কার্য সম্পাদন করতে পারবেন বলে আমি মনে করি।

মাইক্রোসফট ওয়ার্ড প্রশিক্ষণের সকল বিষয়সমূহ দেখতে লিংকগুলোতে ক্লিক করুন:

(২) মাইক্রোসফ্ ওয়ার্ড-২০১৩ প্রথম এবং দ্বিতীয় স্ক্রীন পরিচিতি (Customize Quick Access Tool bar, Title bar, Ribbon Tab, Ribbon Display Option Button, Minimize/Maximize/Restore Button, Ribbon, Group Button, Tab Stop Position, Horizontal Ruler, Vertical Ruler, Vertical Scrollbar, Cursor/Insertion Pointer, Text Boundary, Page/Document, Page Number Navigation Pane, Word Count Dialog box, Language Dialog box, Read Mode I-Con, Print Layout Mode, Web Layout Mode, Zoom Out Button, Zoom Slider, Zoom In Button, Zoom Dialog box.)
(৩) File এই ট্যাবের অধিনস্থ সকল বিষয় নিয়ো আলোচনা (Home, New, Open, Info, Save, Save as, Print, Export, Close, Account, More... Options.)

Post a Comment

0 Comments