মাইক্রোসফট-এর সংক্ষিপ্ত ইতিহাস:
মাইক্রোসফট অফিস ডেস্কটপ অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, আর এই প্রোগ্রামটি মাইক্রোসফট উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেম সাপোর্টএ্যাবর একটি অফিস স্যুট প্রোগ্রাম। ১লা আগস্ট, ১৯৮৮ সালে লাস ভেগাসে এটির প্রথম ঘোষণা দেন বিল গেটস। সর্বপ্রথমে এই অফিস স্যুট প্রোগামটি মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট এই তিনটি প্রোগ্রামের একটি সম্মিলিত প্যাকেজ হিসাবে ছিল। ২০১২ সালের ১০ জুলাই, সফটপিডিয়া উল্লেখ করেন বিশ্বব্যাপী মাইক্রোসফট অফিসের ব্যবহারকারির সংখ্যা ১০০ কোটি।
আমেরিকার বিখ্যাত Microsoft Corporation কোম্পানী কর্তৃক তৈরীকৃত মাইক্রোসফ্ট
অফিস প্যাকেজ প্রোগ্রামের অধিনস্ত Word Processing Software হলো Microsoft Word এটিকে সংক্ষেপে MS-Word বলা হয় এবং সারা বিশ্বে বহুল আলোচিত ও
ব্যবহৃত একটি প্রোগ্রাম। এই প্রোগ্রামটি প্রথমে DOS (Disk Operating system) ভিত্তিক ছিলো পরবর্তীতে এই প্রোগ্রামটি
সম্পূর্ণ চিত্র ভিত্তিক হিসেবে আত্মপ্রকাশ করে ফলে ব্যবহারকারীর কাছে আরোও জনপ্রিয়
হয়ে উঠেছে। Microsoft Word হল একটি ওয়ার্ড প্রসেসিং সফ্টওয়্যার এই সফ্টওয়্যারের
মাধ্যমে ব্যবহারকারী তার প্রয়োজনমত প্রায় সকল কাজই করতে পারে যেমন: বাংলা এবং ইংরেজীসহ যে কোন ভাষার
কিবোর্ড লে-আউট ব্যবহার করে কম্পোজ, বিভ্ন্নি ধরণের সেপ তৈরী, ম্যাথামেটিক্যাল
কাজ, ছবি সংযোজন ও এডিটিং, প্রোজেক্ট প্রোফাইল তৈরী, চিঠিপত্র তৈরী, ড্রয়িং,
ডায়াগ্রামসহ টেবিলের কাজ, ডকুমেন্ট/ছবি প্রিন্ট এবং অফিসিয়াল সকল প্রকার কাজ
সুষ্ঠুভাবে সম্পাদন করা যায়।
***
মাইক্রোসফ্ট সারসংক্ষেপ:
মাইক্রোসফ্ট
ওয়ার্ডের অনেকগুলো ভার্সন রয়েছে যেমন: Microsoft Office 1.0,
1.3, 95, 98, 2000, 2007, 2010, 2013, 2016 এবং 2019. বর্তমান সময়ে সবচেয়ে বহুল
আলোচিত এবং ব্যবহৃত Microsoft Office 2007 এবং Microsoft
Office 2010 বেশী ব্যবহৃত হয়। তবে Microsoft Office 2013 এর ব্যবহারও কিন্তু কম নয়। ব্যক্তিগত
বা অফিসয়াল কার্য সম্পাদনের জন্য আমরা Microsoft Office 2007,
2010 এবং 2013 এই তিনটি ভার্সন সবচেয়ে বেশী ব্যবহার করা হয়, এই
তিনটি ভার্সনের যে কোন একটি ভালভাবে জানা থাকালে আপনি যে কোন ভার্সন নিয়েই
সুষ্ঠুভাবে কার্য সম্পাদন করতে পারবে বলে আমি মনে করি।
আমরা চাই সবসময় অপডেট কিছু; তাই সকলের চাহিদার বিষয়টি মাথায় রেখে Microsoft Office 2013 ভার্সন দিয়েই প্রশিক্ষণ শুরু করবো ইনসাল্লাহ্, তবে কোন প্রশিক্ষণার্থী যদি্ উল্লেখিত ভার্সন গুলো ছাড়া যে কোন ভার্সন নিয়ে কাজ করার আগ্রাহ থাকে বা কাজ করতে গিয়ে যদি কোন প্রকার সমস্যা হয়, তাহলে আপনার সমস্যাটি লিখে বা স্ক্রীনসট নিয়ে আমাকে aboutmas@gmail.com ঠিকানায় মেইল করুন, Facebook-এ ম্যাসেজ (https://www.facebook.com/masbdinstitute) করুন অথবা ব্লগে কমেন্ট করুন। তবে সুখবর এই যে, পর্যায়ক্রমে সবগুলো ভার্সন নিয়েই আলোচনা করা হবে। এজন্য নিয়মিত এই ব্লগটি ভিজিট করতে থাকুন।....
মাইক্রোসফ্ট ওয়ার্ড শুরু করার পূবেই আমারা মাইক্রোসফট ওয়ার্ড এর প্রথম এবং দ্বিতীয় স্ক্রীন এর সাথে পরিচতি হই এবং এই পরিচিতি পূর্বটা একজন নতুন ব্যবহারকারীর (যারা পুরাতন ব্যবহারকারী আছেন তাদের জন্যও) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
“মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম এবং দ্বিতীয় স্ক্রীনটির সাথে পরিচিতি হওয়ার জন্য (এই লিংকে) ক্লিক করুন”
অথবা: মাইক্রোসফট ওয়ার্ড স্ক্রীন পরিচিতি (পর্ব-২) দেখুন
ধন্যবাদ!
0 Comments