(৬) Multimedia, Web Page, Online Graphics Design-এর মধ্যে
ইলাষ্ট্রেটর এর ব্যবহার অতি সুফলদায়ক।
Default
সেটিং অনুসারে নতুন কোন Adobe
Illustrator-এর Window তে Title Bar, Menu Bar, Horizontal
Scroll Bar, Vertical Scroll Bar, Art Board, Tool Box ইত্যাদি
আরও কিছু গুরুত্বপূর্ন উপাদান সমূহ দেখা যায়। Adobe Illustrator-এর এই Window থেকেই যে কোন কাজের
সূচনা হয়। তাই Window
পরিচিতি অত্যাবশ্যক। Adobe
Illustrator-এর মাধ্যমে ডিজাইন করতে হলে সবকিছুই করতে হবে ঐ Window-এর থেকে। যদি ঐ Window টিকে ভাল করে না
চিনতে পারা যায়, তাহলে খুব ভাল ডিজাইন করার সম্ভাবনাও কম। অর্থাৎ ভাল ডিজাইন করতে
হলে Adobe Illustrator-এর Window (উইন্ডো) টিকে ভাল করে
চিনতে হবে জানতে হবে। মনে রাখবেন Window-টির সাথে যত ভাল করে পরিচিত হতে পারবেন তত ভাল
কাজ করতে পারবেন এবং আপনার ডিজাইন ততই সুন্দর এবং গ্রহনযোগ্য হবে।
(1).Title
Bar: আমরা জানি Title শব্দের বাংলা অর্থ হলো উপাধি। যে কোন Package Program-এর উপাধি
অর্থাৎ নাম যে বারের মধ্যে দেওয়া থাকে সেটিই হলো Title Bar। সহজ ভাষায় Window
এর শীর্ষদেশকে বলে Title Bar। লক্ষ্য করুন উপরোক্ত Window এর শীর্ষদেশে অর্থাৎ উপরে লেখা আছে Adobe Illustrator।
এই কথাটি যে Bar-এর
মধ্যে লেখা আছে ইহাই Title Bar।
(2). Menu
Bar: আমরা জানি Menu
শব্দের বাংলা অর্থ তালিকা। লক্ষ্য করুন Window
তে File,
Edit, Object, Type, Select, Effect, View, Window
এবং Help
নামক নয়টি শব্দ বিদ্যমান। এগুলোর যে কোনটিতে Click করলে একটি তালিকা দেখা যায় এগুলো প্রত্যেকটিই এক একটি Menu (মেনু)। আর Menu গুলোর সমষ্টিতে যে লাইন বা বার দেখা যায় তাকে Menu Bar বলা হয়।
(3). Scroll
Bar: কোন Page এর চতুর্দিক দেখার জন্য যে বার ব্যবহার করা হয় তাকে Scroll Bar বলে।কম্পিউটার ব্যবহার
করার সময় সর্বক্ষেত্রেই ডানে বামে কোন কিছু বোঝাতে হলে Horizontal এবং উপরে নিচে বোঝাতে
হলে Vertical বলা হয়। সুতরাং এক্ষেত্রেও কোন Page এর ডান দিক বা বাম দিক দেখতে হলে নিচের দিকে বিদ্যমান যে বারটি
ব্যবহার করা হয় তাকে Horizontal Scroll Bar বলা হয়। অপরদিকে কোন Page এর উপর দিক বা নিচ দিক দেখতে হলে ডান দিকে বিদ্যমান যে বারটি
ব্যবহার করা হয় তাকে Vertical Scroll Bar বলা হয়।
(4). Scratch
Area: পৃষ্ঠার চার
পার্শ্বে বিদ্যমান খালি যায়গার নাম Scratch
Area। পৃষ্ঠাতে/আটবোর্ডে সংযোজনের উদ্দ্যেশ্যে যে
কোন Item/Object (আইটেম/অবজেক্ট) কে Scratch
Area তে অপেক্ষমান অবস্থায় রাখা যায়। প্রকৃত অর্থে Scratch Area
পৃষ্ঠার/আটবোর্ডের সাইজ অপেক্ষা বড় হয় যা Scroll
Bar-এর মাধ্যমে অবলোকন করা যায়। সবসময় মনে রাখতে
হবে Scratch Area-তে যা থাকবে তা সম্পূর্নটাই নিরাপদ অর্থাৎ Scratch Area-তে যাহা থাকবে
তা কখনও প্রিন্ট হবে না।
(5). Tool
Box: Adobe Illustrator-এর Window-এর
মধ্যে বামে বিভিন্ন Tool
সম্বলিত একটি বক্স দেখা যায়। যার নাম Tool
Box। বিভিন্ন রকমের অবজেক্ট তৈরী, এডিটিং,
উপস্থাপনা, কালার ম্যানেজমেন্ট, ড্রইং ইত্যাদি Adobe
Illustrator-এর প্রধান প্রধান কাজগুলো করার জন্য এই Tool Box থেকে পর্যাপ্ত সুযোগ
সুবিধা অর্জন করা যায়।
(6). Name
of Active Window: যে Title Bar-এর মধ্যে কোন Window
বর্তমানে চালু আছে উহার নাম দেখা যায় তাকে Name
of Active Window বলা হয়। যাকে আমরা File Name হিসাবে ধরে নেই।
(7). Zoom
Indicator: চলমান পৃষ্ঠায় কত % জুম বিদ্যমান তাহা এখানে দেখা যায়। Zoom Indicator Horizontal Scroll Bar & Status Bar এর
বামে অবস্থিত। এখানে ক্লিক করে নির্দিষ্ট জুম % টাইপ করে এন্টার করলে সহজে নিজের
ইচ্ছেমত নির্দিষ্ট সাইজে পৃষ্ঠা অবলোকন করা যায়।
(8).
Print Area: পৃষ্ঠা বা
আর্টবোর্ডের অভ্যনর্তস্থ অংশকে বলে Print
Area (প্রিন্ট এরিয়া)। এই এরিয়াতে বিদ্যমান সকল
অবজেক্ট প্রিন্ট হবে। তাই Print
করার উপযোগী সব কিছুই এই এরিয়ার ভিতর রাখতে হবে। সর্বদা মনে রাখবেন এই এরিয়ার
বাহিরের কোন কিছুই Print
হবে না।
(9). Page
Border: Print Area চিহ্নিত বর্ডারকে Page Border বলা হয়। Page Border (পৃষ্ঠা বর্ডার) এর
বাহিরের কোন অংশ প্রিন্ট হয় না।
(10). Palette: অবজেক্টকে নানাভাবে
রূপায়ন ও উপস্থাপনার জন্য বিভিন্ন Palette-এর সাহায্য নিতে হয় প্রোগ্রামের ডিফল্ট সেটিং অনুসারে উইন্ডোতে
কোন Palette প্রদর্শিত হয় না। প্রয়োজনের প্রেক্ষিতে মেনুবারস্থ উইন্ডো মেনু
থেকে সংশিষ্ট Palette কে প্রদর্শন করানো হয়।
(11). Status
Bar: চলমান সময়ে কোন কাজ করা হচ্ছে, কোন টুল ব্যবহৃত হচ্ছে ইত্যাদি তথ্য
অবহিত করে এই Status
Bar । এছাড়াও এই Status Bar-এর মধ্যে আরো বিভিন্ন
তথ্য সম্পর্কে অবগত হওয়া যায় এটি একটি গুরুত্বপূর্ন বার।
(12). Ruler: কাজ করার সময় বিভিন্ন প্রকার হিসাব করার প্রয়োজন হয়। কোন কাজের দৈর্ঘ, প্রস্থ ইত্যাদি দেখার জন্য Ruler ব্যবহার করা হয়। কম্পিউটার ব্যবহার করার সময় সর্বক্ষেত্রেই ডানে বামে কোন কিছু বোঝাতে হলে Horizontal এবং উপরে নিচে বোঝাতে হলে Vertical বলা হয়। সুতরাং এক্ষেত্রেও কোন Page এর উপরের দিকে বাম দিক থেকে ডান দিকে বিদ্যমান স্কেলটিকে Horizontal Ruler বলা হয়। অপরদিকে কোন Page এর বাম দিকে উপর দিক থেকে নিচ দিকে বিদ্যমান স্কেলটিকে Vertical Ruler বলা হয়।
0 Comments