গ্রাফিক্স ডিজাইন এ্যাডোবি ইলাস্ট্রেটর (পর্ব-১)


১. What Is Illustrator? (ইলাস্ট্রেটর কি?)
Adobe Illustrator একটি গ্রাফিক্স ডিজাইন Package Program অ্যাডোবির সবথেকে জনপ্রিয় সফটওয়্যারগুলোর মধ্যে এটি অনতম এবং ডিজাইনের ক্ষেত্রে বহুল ব্যবহৃত  এবং জনপ্রিয় একটি সফ্টওয়্যার। এর মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়। ইহা মার্কিন যুক্তরাষ্ট্রের Adobe Corporation কর্তৃক বাজারজাতকৃত। Adobe Illustrator গ্রাফিক্স ডিজাইন প্যাকেজ প্রোগ্রামটি সর্বপ্রথম বাজারজাত হয় Apple Macintosh কম্পিউটারে ব্যবহারের উদ্দেশ্যে। কালক্রমে IBM বা IBM Compatible Computer এর মধ্যে Windows Shaported Illustrator বাজারজাত হয়। উৎপত্তির সময় থেকে এই গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রামটি এ যাবৎ অনেকগুলো Version অতিক্রম করেছে। এর সর্বশেষ Version (ভার্সন) Adobe Illustrator 2022
Adobe Illustrator বিস্তারিত শুরু করার আগে গ্রাফিক্স সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেয়া প্রয়োজন। একটি হলো Color Mode এবং অপরটি হলো Raster এবং Vector গ্রাফিক্স। গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে দুটি Color Mode বেশী বৃবহৃত হয়। একটি RGB (Red, Green এবং Blue) এবং অপরটি হলো CMYK (Cyan, Magenta, Yellow এবং Black) RGB কালার মোড ব্যবহৃত হয় Visual Media-এর ক্ষেত্রে এবং CMYK কালার মোড ব্যবহৃত হয় Print media এর ক্ষেত্রে।

২. Vector এবং Raster গ্রাফিক্স আসলে কি?
Computer গ্রাফিক্স দুইটি প্রধান ভাগে বিভক্ত। একটি Vector গ্রাফিক্স এবং অপটি হলো Raster বা Pixel গ্রাফিক্স। ইলাস্ট্রেটর এর যে কোন Artwork-ই হলো Vector গ্রাফিক্স। অপরদকে Photoshop এর সমস্ত ইমেজই হলো Raster বা Pixel গ্রাফিক্স (তবে ইলাষ্ট্রেটরের Vector গ্রাফিক্সকে কমান্ডের মাধ্যমে [Object>Rasterize] Raster বা Pixel গ্রাফিক্সে কনর্ভাট করে নেয়া যায়)। Vector গ্রাফিক্স Line  এবং Curve এর সমন্বয়ে এক ধরণের জ্যামিতিক Object দিয়ে তৈরী হয়, যাবে বলে Vector। অপরদিকে Raster গ্রাফিক্স  চারকোনা টাইলস এর মত সেপের Pixel দিয়ে তৈরী হয়। Raster ইমেজের বড় অসুবিধা হলো এতে নির্দিষ্ট সংখ্যাক Pixel থাকে। ফলে যখন কোন ইমেজকে বড় করা হয় তখন Pixel গুলো বেরিয়ে আসে এবং ইমেইজটি ফেটে যায়। অপর দিকে Vector গ্রাফিক্সকে যত বড় করা হয় তখন অবজেক্টগুলোও পরিবর্তিত হয়, ফলে ইমেজগুলো ফাটে না।

৩. Adobe Illustrator দিয়ে যা করা যায়- যেমন:
(১) যে কোন ডিজাইন উপস্থাপনায় Text (লেখা) এর কাজ করা যায়।
(২) পত্র পত্রিকা এবং যে কোন ধরণের বইয়ের প্রচ্ছদ (কভার) মনের ইচ্ছেমত ডিজাইন করা যায়।
(৩) Text (লেখা) এবং Picture/Graphics (ছবি) কে সমম্বয় সাধন করে মনের ইচ্ছেমত সাজানো যায়।
(৪) বিজ্ঞাপন, পোষ্টার, লিফলেট, ব্যানার, ভিজিটিং কার্ড, বিয়ের কার্ড ইত্যাদি খুব সুন্দর করে তৈরী করা যায়।

(৬) Multimedia, Web Page, Online Graphics Design-এর মধ্যে ইলাষ্ট্রেটর এর ব্যবহার অতি সুফলদায়ক।

(৭)  সর্বোপরি প্রকাশনা শিল্পের সকল কাজ Adobe Illustrator-এ খুব সহজে তৈরী করা যায়।

৪. How to run the Adobe Illustrator (ইলাস্ট্রেটর চালুকরন)
Program Click >Adobe Click >Illustrator 10.0 Click Illustrator 10.0 Click করলেই অল্পক্ষন পর Adobe Illustrator এর Logo দেখা যাবে এবং তার পরপরই Adobe Illustrator এর Window দেখা যাবে। দৃশ্যমান এই Window কে বলা হয় Adobe Illustratorএর Opening/Initial Window

Adobe Illustrator Initial Window


৫. Introducing the Illustrator CC Window: (ইলাস্ট্রেটর সিসি এর উইন্ডো পরিচিতি):

Default সেটিং অনুসারে নতুন কোন Adobe Illustrator-এর Window তে Title Bar, Menu Bar, Horizontal Scroll Bar, Vertical Scroll Bar, Art Board, Tool Box ইত্যাদি আরও কিছু গুরুত্বপূর্ন উপাদান সমূহ দেখা যায়। Adobe Illustrator-এর এই Window থেকেই যে কোন কাজের সূচনা হয়। তাই Window পরিচিতি অত্যাবশ্যক। Adobe Illustrator-এর মাধ্যমে ডিজাইন করতে হলে সবকিছুই করতে হবে ঐ Window-এর থেকে। যদি ঐ Window টিকে ভাল করে না চিনতে পারা যায়, তাহলে খুব ভাল ডিজাইন করার সম্ভাবনাও কম। অর্থাৎ ভাল ডিজাইন করতে হলে Adobe Illustrator-এর Window (উইন্ডো) টিকে ভাল করে চিনতে হবে জানতে হবে। মনে রাখবেন Window-টির সাথে যত ভাল করে পরিচিত হতে পারবেন তত ভাল কাজ করতে পারবেন এবং আপনার ডিজাইন ততই সুন্দর এবং গ্রহনযোগ্য হবে।

(1).Title Bar: আমরা জানি Title শব্দের বাংলা অর্থ হলো উপাধি। যে কোন Package Program-এর উপাধি অর্থাৎ নাম যে বারের মধ্যে দেওয়া থাকে সেটিই হলো Title Bar। সহজ ভাষায় Window এর শীর্ষদেশকে বলে Title Bar। লক্ষ্য করুন উপরোক্ত Window এর শীর্ষদেশে অর্থাৎ উপরে লেখা আছে Adobe Illustrator। এই কথাটি যে Bar-এর মধ্যে লেখা আছে ইহাই Title Bar

(2). Menu Bar: আমরা জানি Menu শব্দের বাংলা অর্থ তালিকা। লক্ষ্য করুন Window তে File, Edit, Object, Type, Select, Effect, View, Window এবং Help নামক নয়টি শব্দ বিদ্যমান। এগুলোর যে কোনটিতে Click করলে একটি তালিকা দেখা যায় এগুলো প্রত্যেকটিই এক একটি Menu (মেনু)। আর Menu  গুলোর সমষ্টিতে যে লাইন বা বার দেখা যায় তাকে Menu Bar বলা হয়।

(3). Scroll Bar: কোন Page এর চতুর্দিক দেখার জন্য যে বার ব্যবহার করা হয় তাকে Scroll Bar বলে।কম্পিউটার ব্যবহার করার সময় সর্বক্ষেত্রেই ডানে বামে কোন কিছু বোঝাতে হলে Horizontal এবং উপরে নিচে বোঝাতে হলে Vertical বলা হয়। সুতরাং এক্ষেত্রেও কোন Page এর ডান দিক বা বাম দিক দেখতে হলে নিচের দিকে বিদ্যমান যে বারটি ব্যবহার করা হয় তাকে Horizontal Scroll Bar বলা হয়। অপরদিকে কোন Page এর উপর দিক বা নিচ দিক দেখতে হলে ডান দিকে বিদ্যমান যে বারটি ব্যবহার করা হয় তাকে Vertical Scroll Bar বলা হয়।

(4). Scratch Area: পৃষ্ঠার চার পার্শ্বে বিদ্যমান খালি যায়গার নাম Scratch Area। পৃষ্ঠাতে/আটবোর্ডে সংযোজনের উদ্দ্যেশ্যে যে কোন Item/Object (আইটেম/অবজেক্ট) কে Scratch Area তে অপেক্ষমান অবস্থায় রাখা যায়। প্রকৃত অর্থে Scratch Area পৃষ্ঠার/আটবোর্ডের সাইজ অপেক্ষা বড় হয় যা Scroll Bar-এর মাধ্যমে অবলোকন করা যায়। সবসময় মনে রাখতে হবে Scratch Area-তে যা থাকবে তা সম্পূর্নটাই নিরাপদ অর্থাৎ Scratch Area-তে যাহা থাকবে তা কখনও প্রিন্ট হবে না।

(5). Tool Box: Adobe Illustrator-এর Window-এর মধ্যে বামে বিভিন্ন Tool সম্বলিত একটি বক্স দেখা যায়। যার নাম Tool Box। বিভিন্ন রকমের অবজেক্ট তৈরী, এডিটিং, উপস্থাপনা, কালার ম্যানেজমেন্ট, ড্রইং ইত্যাদি Adobe Illustrator-এর প্রধান প্রধান কাজগুলো করার জন্য এই Tool Box থেকে পর্যাপ্ত সুযোগ সুবিধা অর্জন করা যায়।

(6). Name of Active Window: যে Title Bar-এর মধ্যে কোন Window বর্তমানে চালু আছে উহার নাম দেখা যায় তাকে Name of Active Window বলা হয়। যাকে আমরা File Name হিসাবে ধরে নেই।

(7). Zoom Indicator: চলমান পৃষ্ঠায় কত % জুম বিদ্যমান তাহা এখানে দেখা যায়। Zoom Indicator Horizontal Scroll Bar & Status Bar এর বামে অবস্থিত। এখানে ক্লিক করে নির্দিষ্ট জুম % টাইপ করে এন্টার করলে সহজে নিজের ইচ্ছেমত নির্দিষ্ট সাইজে পৃষ্ঠা অবলোকন করা যায়।

(8). Print Area: পৃষ্ঠা বা আর্টবোর্ডের অভ্যনর্তস্থ অংশকে বলে Print Area (প্রিন্ট এরিয়া)। এই এরিয়াতে বিদ্যমান সকল অবজেক্ট প্রিন্ট হবে। তাই Print করার উপযোগী সব কিছুই এই এরিয়ার ভিতর রাখতে হবে। সর্বদা মনে রাখবেন এই এরিয়ার বাহিরের কোন কিছুই Print হবে না।

(9). Page Border: Print Area চিহ্নিত বর্ডারকে Page Border বলা হয়। Page Border (পৃষ্ঠা বর্ডার) এর বাহিরের কোন অংশ প্রিন্ট হয় না।

(10). Palette: অবজেক্টকে নানাভাবে রূপায়ন ও উপস্থাপনার জন্য বিভিন্ন Palette-এর সাহায্য নিতে হয় প্রোগ্রামের ডিফল্ট সেটিং অনুসারে উইন্ডোতে কোন Palette প্রদর্শিত হয় না। প্রয়োজনের প্রেক্ষিতে মেনুবারস্থ উইন্ডো মেনু থেকে সংশিষ্ট Palette কে প্রদর্শন করানো হয়।

(11). Status Bar: চলমান সময়ে কোন কাজ করা হচ্ছে, কোন টুল ব্যবহৃত হচ্ছে ইত্যাদি তথ্য অবহিত করে এই Status Bar । এছাড়াও এই Status Bar-এর মধ্যে আরো বিভিন্ন তথ্য সম্পর্কে অবগত হওয়া যায় এটি একটি গুরুত্বপূর্ন বার।

(12). Ruler: কাজ করার সময় বিভিন্ন প্রকার হিসাব করার প্রয়োজন হয়। কোন কাজের দৈর্ঘ, প্রস্থ ইত্যাদি দেখার জন্য Ruler ব্যবহার করা হয়। কম্পিউটার ব্যবহার করার সময় সর্বক্ষেত্রেই ডানে বামে কোন কিছু বোঝাতে হলে Horizontal এবং উপরে নিচে বোঝাতে হলে Vertical বলা হয়। সুতরাং এক্ষেত্রেও কোন Page এর উপরের দিকে বাম দিক থেকে ডান দিকে বিদ্যমান স্কেলটিকে Horizontal Ruler বলা হয়। অপরদিকে কোন Page এর বাম দিকে উপর দিক থেকে নিচ দিকে বিদ্যমান স্কেলটিকে Vertical Ruler বলা হয়।


গ্রাফিক্স ডিজাইন এ্যাডোবি ইলাস্ট্রেটর (পর্ব-২) দেখতে এখানে ক্লিক করুন-

Post a Comment

0 Comments