ইতিহাস:
Microsoft
PowerPoint মাইক্রোফসট কোম্পানির তৈরীকৃত একটি Presentation
Program (স্লাইড
শো/উপস্থানা প্রোগ্রাম)। Microsoft Office স্যুটের অংশ হিসাবে এটি
চালু হয় মে ২২,
১৯৯০ সালে। এই প্রোগ্রামটি সারা বিশ্বে ব্যবহৃত একটি জনপ্রিয়
প্রোগ্রাম। ডেনিশ অস্টিন ও থমাস রুডকিন যৌথ উদ্দোগে সর্ব প্রথম এই Presentation Program প্রোগ্রামটি তৈরী করেন এবং তারা যে কোম্পনির হয়ে কাজটি
করেছিলেন তার নাম ফরথট ইস্ক কোম্পানি। রবার্ট গাস্কিন ১৯৮৭ PowerPoint নামটির
ধারণাদেন এবং সেই বছরেই (১০৮৭) আগস্ট মাসে Microsoft কোম্পানি এটি ১৪ কিলিয়ন ডলারের বিনিময়ে ক্রয় করে নেন এবং Microsoft কোম্পানির
প্রথম গ্রাফিক্যাল ব্যবসায়ী ইউনিট যাত্রা শুরু করে সেই সাথে প্রোগ্রামটির আরও
ব্যাপক উন্নতি শাধন করে এবং ১০৯০ সালের ২২ মে Microsoft
PowerPoint প্রোগ্রামটির আনুষ্ঠানিক
যাত্রা শুরু করে।
উপরোক্ত আলোচনা থেকে আমরা জেনেছি যে, মাইক্রোসফট
পাওয়ারপয়েন্ট হল একটি Presentation Program.
এই প্রোগ্রামটি বর্তমান
সময়ে অত্যন্ত জনপ্রিয় বিধায় বিশ্বের প্রায় সব দেশেই এটি ব্যবহার করা হয় এবং হচ্ছে
যেমন: শিক্ষা, প্রশিক্ষণ, প্রচারণা, উপস্থাপনাসহ সকল প্রকার সামাজিক, দাপ্তরিক
এমনকি বর্তমানে বিনোদনের ক্ষেত্রেও এই
প্রোগ্রামটি ব্যবহার করা হচ্ছে। বর্তমানে এই প্রোগ্রামটি মাইক্রোফট অফিস প্রোগ্রামের
অধিনস্থ একটি প্যাকেজ প্রোগ্রাম অথ্যৎ মাইক্রোসফট অফিস ইন্সটল করলেই এই
প্রোগ্রামটি পাওয়া যায়। মাইক্রোসফট ওয়ার্ডের প্রতিটি ফাইলকে যেমন আমারা
”Document” হিসেবে জানি, তেমনি পাওয়ারপয়েন্টের প্রতিটি ফাইলকে ”Presentation” বলা হয়। মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করলে যেমন আমার “Page” দেখতে পাই, তেমনি পাওয়ারপয়েন্ট ওপেন করলে আমারা
“Slide” এর দেখা পাই। মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে ৯ ধরণের স্লাইড থাকে
যেমন: Title Slide, Title & Content Slide, Selection Header
Slide, Two Content Slide, Comparison Slide, Title only Slide, Blank Slide,
Content with caption Slide এবং Picture
with caption Slide. প্রতিট স্লাইডের ডিফল্ট মাপ হলো Width 10
Inch এবং Height
7.5 Inch.
এছাড়া প্রতিটি স্লাইডের ডিফল্ট Orientation হল Slide “Landscape” এবং Note,
Handout & Outline হল “Portrait. পাওয়ারপয়েন্ট ওপেন করলেই আমারা ডিফল্টভাবে যে প্রথম
স্লাইডটি দেখতে পাই সেটিকে বলে “Title Slide” এই স্লাইডে দুটি টেক্স
বক্স থাকে প্রথম টেক্সটিতে কাজের ধরণ অনুযায়ী Title
(Click to add title) লিখার জন্য এবং দ্বিতীয়
টেক্স বক্সটি Sub Title (Click to
add subtitle) লিখার জন্য ব্যবহার করা হয়। উল্লেখ্য যে একটি মাত্র Blank Slide বাদে প্রতিটি স্লাইডেই টেক্স বক্স থাকে।
পাওয়াপয়েন্ট-এর ২য় পর্ব দেখতে এখানে ক্লিক করুন।
0 Comments